Image

সনমানিয়া ইউনিয়ন পরিষদ

ইউপি চেয়ারম্যান

মোবারক হোসেন
2812010151
ইউপি চেয়ারম্যান
01725475646
sanmaniaupchairman@gmail.com
31-12-1985
বিবাহিত
সনমানিয়া ইউনিয়ন
গাজীপুর
17-11-2024

চেয়ারম্যানের বার্তা

সম্ভাবনার নতুন দিগন্তের পানে ঘুরে দাড়িয়েছে সনমানিয়া:
সনমানিয়া ইউনিয়ন এর পতিটি পরিবার হোক সুখী আর সমৃদ্ধশালী।প্রতিটি পাড়ায় আসুক শান্তিময় আবাহন।ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক চারপাশে চল্লিশ ঘর।বাংলাদেশ সরকারের ‘ভিশন ২০২১ রূপকল্পে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে জনগণের দোরগোড়ায় সেবা এই স্লোগানকে সামনে রেখে গত ১১/১১/২০১০ খ্রিঃ তারিখ প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন(এটুআই) প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্য-প্রযুক্তি ভিত্তিক কেন্দ্র ‘ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র(ইউআইএসসি)’ উদ্বোধন করেন। সরকারী নির্দেশনা মোতাবেক সনমানিয়া ইউনিয়ন পরিষদ অফিসেও একটি তথ্য ও সেবা কেন্দ্র গড়ে তোলা হয়। ফলে এই তথ্য ও সেবা কেন্দ্র থেকে ইউনিয়নের সাধারণ জনগণ তাদের প্রয়োজনীয় নাগরিক সনদ ছাড়াও বিভিন্ন তথ্য প্রযুক্তি বিষয়ক সেবা গ্রহণ করতে পারছে। এই কেন্দ্রের সেবার পরিধি দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে।দ্রুত ও নির্ভরযোগ্য চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্যে আমরা চালু করেছি টেলিমেডিসিন।কৃষকদের জন্য সব ধরনের কৃষি তথ্যসেবা, সার সুপারিশ ও বালাই দমন ব্যবস্থা। জাপানির কিউশু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গন ও জিসিসির সহায়তায় আমরা লাভ করেছি বিষমুক্ত সব্জী চাষ ও ইকমার্স ব্যবস্থাপনায় বিক্রয় সুবিধা।২০১৩ সালে আমদের ডিজিটাল সেন্টার গাজীপুর জেলার মধ্যে প্রথমস্থান অর্জন করে এওয়ার্ড লাভ করে।প্রধান মন্ত্রীর কার্যালয়ে বিশেষ প্রশিক্ষক প্রশিক্ষণ গ্রহন করে আমাদের উদ্যোক্তাগন গাজীপুর ও কিশোরগঞ্জ জেলার প্রায় দুই শতাধিক ডিজিটাল সেন্টারকে প্রশিক্ষন ও সবধরনের প্রযুক্তিগত সহযোগীতা করেছেন।উপজেলা পর্যায়ের প্রতিযোগীতাগুলোতে আমরা দু বার করে প্রথম হয়েছি।স্মার্ট ফোনের এই যুগে পদার্পনের লগ্নে আমরা শুরুতেই চালু করতে পেরেছি আমাদের ওয়েব রেডিও - রেডিও সনমানিয়া। বিগত ২০১৩ সালে ইউআইএসসি এর কার্যক্রমে ঢাকা জেলার মধ্যে আমি শ্রেষ্ঠ চেয়ারম্যানের পুরস্কার অর্জন করেছি।পরম করুনাময়ের কাছে তাই অশেষ কৃতজ্ঞতা। গত ২৩/০৬/২০১৪ খ্রিঃ তারিখ প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন(এটুআই) প্রকল্পের আওতায় ‘জাতীয় তথ্য বাতায়ন’(National Web Portal) এর শুভ উদ্বোধন করা হয়। যা ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে একটি যুগান্তকারী পদক্ষেপ। এই তথ্য বাতায়নের অংশ হিসেবে সনমানিয়া ‘ইউনিয়ন তথ্য বাতায়ন’(Union Web Portal) খোলা হয়েছে। আমাদের নিবেদিত প্রান উদ্যেক্তাগন যাকে দিন দিন সমৃদ্ধ করেছে।এই তথ্য বাতায়নের মাধ্যমে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে মানুষ এখন সনমানিয়া ইউনিয়নের ইতিহাস ও ঐতিহ্য, ভৌগলিক অবস্থা, ভাষা ও সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যাতায়াত ব্যবস্থা, উন্নয়নমূলক কর্মকান্ড, সামাজিক সেবামূলক কর্মকান্ড ইত্যাদি বিষয়ক তথ্য জানতে পারবে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে বিশ্ব মানুষের কাছে সনমানিয়া ইউনিয়নকে তুলে ধরতে পারছি। আর এটা সম্ভব হয়েছে একমাত্র এই তথ্য বাতায়ন সৃষ্টির মধ্য দিয়েই। এজন্য আমি আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও এটুআই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলেক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে এটাও ব্যক্ত করছি যে, জাতীয় কল্যাণ ও আমার ইউনিয়নের জন্য কল্যাণকর সরকারের এই ধরণের মহান কার্যক্রমে আমি ও আমার ইউনিয়নবাসী সর্বাত্নক সহযোগীতা করব।