জন্ম নিবন্ধন সনদ পেতে যেসব কাগজপত্র বা দলিল প্রয়োজন

১। (বয়স ০ হতে ৪৫ দিন হলে-
>ইপিআই(টিকার)কার্ড 

বয়স ৪৬ দিন হতে ৫ বছর হলে-
>স্বাস্থ্য কর্মীর প্রত্যয়ন পত্র 

বয়স ৫ বছরের অধিক হলে-
>শিক্ষাগত যোগ্যতার সনদপত্র(পিএসসি,জেএসসি,এসসি)শিক্ষা যোগ্যতার সনদপত্র না থাকলে সরকারী হাসপাতালের এমবিবিএস ডাক্তারের প্রত্যয়ন সনদ এবং জন্ম নিবন্ধন আবেদন ফরমের ৭ এর ১নং কলামে স্বাক্ষরসহ সীল মোহর।

২। যাদের জন্ম ০১/০১/২০০১ বা এর পর সে ক্ষেত্রে পিতা-মাতার জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক।

*যাহাদের জন্ম ০১/০১/২০০১ এর পূর্বে সেই ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র বাধ্যতা মূলক।

*যদি জন্ম ০১/০১/২০০১ এর পূর্বে এবং পিতা-মাতা মৃত্যু হলে মৃত্যু সনদপত্র বাধ্যতামূলক।

*যাহাদের জন্ম ০১/০১/২০০১ এর পরে তাহাদের পিতা-মাতা মৃত্যু হলে প্রথমে অনলাইন জন্ম নিবন্ধন গ্রহন এরপর অনলাইন মৃত্যু নিবন্ধন সনদ গ্রহন উভয় সনদ আবেদনপত্রের সহিত দাখিল করতে হবে

৩। আবেদনকারী/অভিভাবকের মোবাইল নাম্বার।

৪। বাসার হোল্ডিং নাম্বার ও চৌকিদারি নাম্বার।

৫।ফরমের সাথে ১কপি পাসপোর্ট সাইজের ছবি।